অর্থনীতি

বেড়েছে মাছের দাম কমেছে সবজির

সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম কমলেও বেড়েছে মাছের দাম। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। অন্যদিকে মাছের দাম বেড়েছে ২০ থেকে একশ টাকা পর্যন্ত। শুক্রবার রাজধানীর মুগদা, খিলগাঁও, মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মৌসুমি সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় টমেটো, নতুন আলু, গাজর, শিম, ফুলকপি, বাঁধকপি, মুলাসহ বেশির ভাগ সবজির দাম কমেছে। তবে শীতে মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বয়লার ও লেয়ার মুরগির দাম কেজিতে ৫ টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এছাড়া বাজারে অন্যান্য পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায় নি। প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। পটল ৩০, করলা ৩২-৩৬, বরবটি ৩০-৩৬, পেঁপে ১৫, ঝিঙা ৩০, প্রতিটি লাউ ৪০-৫০, টমেটো ৩০-৪০, নতুন আলু ২৬-৩২, পুরাতন আলু ২০-২২, শসা ২৫-৩০ টাকা ও গাজর ৩৬-৪০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি কেজি শিম ও বেগুন ২৫-৩৫ টাকা, প্রতি পিছ ফুলকপি ও বাঁধা কপি বিক্রি হচ্ছে ১০-২০ টাকায়। ফার্মের মুরগির লাল ডিম ২৮-৩০ টাকা এবং হাঁসের ডিম ৩৬-৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাংসের বাজারে ঘুরে দেখা গেছে, বয়লার মুরগির কেজি ৫ টাকা বেড়ে ১২৫-১৩০ টাকা, লেয়ার মুরগি ১৫৫-১৬০ টাকা, গরুর মাংস ৩০০ টাকা এবং খাসির মাংস ৪৮০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।মাছের বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি তেলাপিয়া ১৬০-২০০, চাষের কৈ ২২০-২৫০, মলা মাছ ৪০০-৪৫০, পাঙ্গাস ১২০-১৮০, বাইন ৫০০-৬০০, ছোট ফলি ২৫০-৩৫০, পাবদা ৫৫০-৭০০, চায়না পুটি ১৪০-১৬০, রুই ২০০-২৬০, কাতলা ২৫০-৪০০, চিংড়ি ৫৫০-৮০০, শিং মাছ ৫৫০-৭০০, দেশি মাগুর ৬০০-৮০০ টাকা ও ৬শ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়। মাছ বিক্রেতারা জনান, সরবারহ কম থাকায় দেশি মাছের দাম বেড়েছে। চাষের মাছ ও বিদেশি মাছ আগের দামেই আছে।