দেশজুড়ে

আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় রওশনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আখাউড়া-ধরখার সড়কের দুর্জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রওশনা বেগম দুর্জয়নগর এলাকার আওয়াল মিয়ার স্ত্রী।পুলিশ ও স্থানীরা জানান, সকালে রওশনারা বেগম স্থানীয় বাজারে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুদূর এগিয়ে আখাউড়া-ধরখার সড়কে যাওয়ামাত্র পেছন থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল রওশনাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রওশনাকে মৃত ঘোষণা করেন।আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস