বৃহস্পতিবার রাতে কাকরাইল মসজিদ থেকে আটককৃত ২৪ জনের মুক্তির দাবিতে রমনা থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান নেন তাবলিগ জামায়াতের কর্মীরা। শুক্রবার জুমুআর নামাজের পরপরই তারা অবস্থান নেন। বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়।কর্মীদের অভিযোগ, তাবলিগের প্রধান সৈয়দ ওয়াসিফুর ইসলামসহ ৬ সূরা সদস্যের দূনীর্তির কথা বলায় সূরা সদস্যবৃন্দ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুলিশকে দিয়ে সাধারণ কর্মীদের গ্রেফতার করিয়েছেন। সূরা সদস্যবৃন্দের বিরদ্ধে ২০০ কোটি টাকার অভিযোগ এনে তারা সরকারের কাছে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান।