রাজনীতি

খালেদা জিয়া ও তারেককে ক্ষমা হাওয়ার আহবান

বিরূপ মন্তব্যের জন্য জাতির কাছে খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।তিনি বলেন, খালেদা জিয়াও তাঁর ছেলের কথার সুরে সুর মিলিয়ে কথা বলছেন। এজন্য জাতির কাছে বিএনপি চেয়ারপার্সনকে ক্ষমা চাইতে হবে।হাছান মাহমুদ বলেন, আমরা ভেবেছিলাম খালেদা জিয়া তার পুত্রের অশোভন বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন। কিন্তু জাতিকে অবাক করে দিয়ে তিনিও পুত্রের সঙ্গে সুর মিলিয়ে নিজের অসংযত জিহ্বা দিয়ে একই বক্তব্য দিয়েছেন। আসলে ডিসেম্বর মাস এলেই খালেদা জিয়া বেসামাল হয়ে পড়েন। অসংলগ্ন ভাষায় কথা বলেন।আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরও বলেন, বেগম খালেদা জিয়াকে অনুরোধ জানাবো- দয়া করে নিজের এবং পুত্রের মুখটা সামলান। দেশের মানুষের উপর পেট্রোলবোমা নিক্ষেপ ও নৃশংস হামলা পরিচালনার হিংস্র হায়েনার মতো মানসিকতা পরিহার করুন। তাতে দেশের মানুষ স্বস্তি পাবে। অন্যথায়, দেশের মানুষের রোষানলের আগুনে আপনি এবং আপনার পুত্র দুজনই দগ্ধ হবেন।প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে দলীয় এক কনভেনশনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।