রাজনীতি

সরকার পতন আন্দোলন : কোন পথে ছাত্রদল

৯০ এর দশকে বিপ্লবী ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এখন ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে। দলের কোন কর্মসূচী বাস্তবায়নে দেখা যায় না তাদের সেই বিপ্লবী ভুমিকা। সম্প্রতি সরকার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের নতুন কমিটি গঠন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কমিটি গঠন করার প্রায় দুইমাস পেরিয়ে গেলেও এখনও কোন তৎপরতা দেখাতে পারেনি নবগঠিত কমিটির ছাত্র নেতারা।এদিকে, রাজপথের আন্দোলনকে বেগবান করতে খালেদা জিয়া বিভিন্ন সভা-সমাবেশে দলের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার আহবান জানালেও ছাত্রদল নেতাদের মাঝে এর কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। সূত্র জানায়, রাজপথের আন্দোলনে সক্রিয় না থেকেই নবগঠিত কমিটির সভাপতির পদসহ গুরুত্বপূর্ণ পদ তদবির করে বাগিয়ে নেওয়ায় সংগঠনের ত্যাগী নেতারা ক্ষোভে আন্দোলন থেকে দূরে থাকার চেষ্টা করছেন। ফলে মাঠের আন্দোলন জমে উঠবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। একটি সূত্র জানায়, ১৪ অক্টোবর কমিটি গঠন করার পর নতুন কমিটির প্রধান কাজ ছিল দ্রুতই  ঢাকা বিশ্বিবিদ্যালয়সহ ও গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কমিটি গঠনের শেষ করে সাংগঠনিক মজবুতি অর্জন করা। কিন্তু তা তো দূরের কথা ছাত্রদলের ইতিহাস-ঐতিহ্য অনুযায়ী নতুন কমিটি গঠনের পর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতও করতে পারেনি নবগঠিত কমিটির নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিভাগীয় শহরের ছাত্রদল নেতা জানান, ছাত্রদলের নিরব ভূমিকা তৃণমূলে হতাশা বিরাজ করছে। বর্তমান এই নাজুক অবস্থার পরিবর্তন না হলে নতুন বছরের শুরুতে খালেদা জিয়া আন্দােলনের ঘোষণা করলে তা ব্যর্থতায় আশঙ্খার রয়েছেন। অপরদিকে, ছাত্রদল সভাপতি রাজিব আহসান জাগো নিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি ও কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ করাসহ সাংগঠনিক মজবুতি অর্জনের কাজ চলছে। আশা করা হচ্ছে তা দ্রুতই শেষ হবে। ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান জাগো নিউজকে জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকার পতন আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগেই কমিটি গঠন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার সর্বাত্মক চেষ্টা অব্যহত রয়েছে।