দেশজুড়ে

সিরাজগঞ্জে তিন মাদক কারবারির যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন বহনের দায়ে ট্রাকচালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গ প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী গোদাগাড়ী থানার বাঁশতলীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদরের আলীনগর এলাকার বিল্লাল হোসেন (২৬) ও হাসান আলী (২০)।

আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা জানান, ২০২০ সালের ৬ ডিসেম্বর সকালে র‍্যাব জানতে পারে সলঙ্গা থানা এলাকায় কয়েকজন মাদক কারবারি রাজশাহী থেকে একটি ট্রাকে করে হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বিসমিল্লাহ হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় র‍্যাব।  

Advertisement

এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ ট্রাকের চালক, সহকারীসহ তিনজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় র‍্যাব-১২ এর সেলিম পারভেজ বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এ আদেশ দেন বলে তিনি জানান।

এম এ মালেক/আরএইচ/জিকেএস