বিনোদন

নতুন সিনেমায় দিলারা জামান

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান গেল ঈদে মুক্তিপ্রাপ্ত আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের দাদির ভূমিকায় অভিনয় করেছেন।

রাজকুমারে দাদি ও নাতির অনবদ্য রসায়নও দর্শককে মুগ্ধ করেছে। সিনেমাটিতে দিলারা জামানের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। সিনেমায় শেষ মুহূর্তে বাবা ও ছেলের অনবদ্য অভিনয়েও মুগ্ধ হয় দর্শক।

আরও পড়ুন:

শিক্ষিকা থেকে অভিনেত্রী : কিংবদন্তি দিলারা জামানের জন্মদিন আজ বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান

রাজকুমার সিনেমায় কাজ করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘খুব ভালো অভিজ্ঞতা ছিল সিনেমাটিতে কাজ করার। আনন্দ নিয়ে কাজ করেছি। সবাই আমাকে সম্মান করেছেন। সিনেমাটি বেশ ভালো চলছে শুনেছি। খুব ভালো ব্যবসাও করছে। এটাই আসলে ভালো লাগার। বাংলা সিনেমা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এটাই চেয়েছি আজীবন।’

এবার আরও একটি নতুন সিনেমায় অভিনয় করছেন নন্দিত এ অভিনেত্রী। এম রাহিম পরিচালিত এ সিনেমার নাম ‘জংলি’। এতে দিলারা জামান এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা বুবলীর দাদির চরিত্রে অভিনয় করছেন।

এ প্রসঙ্গে দিলারা জামান জানান, গতকাল থেকে রাজধানীর মিরপুরে তিনি জংলির শুটিংয়ে অংশ নিয়েছেন। টানা দুই দিন এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

জংলি সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমার গল্পটি খুবই ভালো। আমার চরিত্রটিও সুন্দর। এ সিনেমা উপভোগ্য হবে বলে আশা করছি।’

দিলারা জামান জানান, প্রচণ্ড এ গরমে অনেক কাজ চাইলেও তিনি করতে পারছেন না। তাই যে কাজগুলোর প্রতি বেশি ভালো লাগা জন্মাচ্ছে সেগুলোই করার চেষ্টা করছেন। কারণ ঢাকার উত্তরার বাসায় তিনি একাই থাকেন। দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তাই ভীষণ সতর্কভাবে চলাফেরা করতে হয় তাকে।

এমআই/এমএমএফ/এএসএম