আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, মৃত্যু ৫

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে বেশ কিছু টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন।

টর্নেডো সালফার শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সেখানে অন্তত পাঁচ হাজার মানুষের বসবাস। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘরের ছাদ উড়ে গেছে, অনেক গাছ ঘরের ওপর পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন।

আরও পড়ুন>

৬০ শতাংশের বেশি ভোটার মনে করেন বাইডেনের আমল ব্যর্থ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট বলেছেন, টর্নেডো যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা আপনি বিশ্বাস করতে পারবে না। সেখানের সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

হিউজেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক মাইক ডকরে বলেন, মৃতদের মধ্যে একটি চার মাস বয়সী শিশুও রয়েছে।

স্টিট বলেছেন, এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এমন কয়েক জন রয়েছেন যারা একটি বারে ছিলেন।

পুরো অঙ্গরাজ্যের হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী টর্নোডোতে প্রায় ১০০ মানুষ আহত হয়েছেন। এখনো বিশ হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন।

স্টিট বৈরী আবহাওয়ার কারণে ১২ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওকলাহোমার গর্ভনরের সঙ্গে কথা বলেছেন বাইডেন। সেখানের পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সূত্র: আল-জাজিরা. বিবিসি

এমএসএম