রাত নামতেই মন্দিরের সামনে একত্রিত হয়েছেন নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। মোমবাতি প্রজ্জ্বলন শেষে সৃষ্টিকর্তার আরাধনা করছেন। তাদের এই বিশেষ প্রার্থনা বৃষ্টির জন্য।
সোমবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার মনসা বাড়ির শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে এ প্রার্থনার আয়োজন করা হয়।
মন্দির কর্তৃপক্ষ জানায়, সারাদেশ জুড়ে চলছে তীব্র দাবদাহ। এতে নাভীশ্বাস উঠেছে গোটা জনজীবনে। তীব্র এই গরম থেকে রক্ষা পেতে অগ্নিবীণা সংঘের উদ্যোগে বৃষ্টির আশায় শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সামনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করা হয়। এসময় মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে পাপ মোচনের জন্য ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এতে অংশ নেন অন্তত দেড় শতাধিক হিন্দু ধর্মের অনুসারীরা।
মন্দিরের পুরোহিত শ্যামল চক্রবর্তী বলেন, আমরা মানব জাতি যখন অনেক পাপ করি, ঈশ্বরের পথ থেকে সরে যাই। তখন তিনি নানা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদের স্মরণ করিয়ে দেন। সারাদেশে যেই তীব্র দাবদাহ চলছে তার জন্য আমরাই দায়ী। তাই সকলে মিলে ঈশ্বরের কাছে পাপ মোচন চেয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি। আমরা মনে করি, ভগবান বৃষ্টি দিয়ে মানবজাতিকে এই ক্ষরা থেকে মুক্তির ব্যবস্থা করবেন।
জানতে চাইলে মন্দির কমিটির সভাপতি সমীর কিশোর দে বলেন, আমরা এই প্রার্থনার মাধ্যমে সারা বিশ্বের মানুষের জন্য শান্তি কামনা করেছি। প্রার্থনায় অংশ নেওয়া ভক্তগণ ভগবানের কাছে কেঁদে কেঁদে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। ঈশ্বর দাবদাহের কষ্ট থেকে সকলকে মুক্তি দিয়ে অচিরেই বৃষ্টির ব্যবস্থা করবেন।
বিধান মজুমদার অনি/এফএ/এমএস