জাতীয়

সংস্কার কাজ চলা কালুরঘাট সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর সবচেয়ে পুরোনো কালুরঘাট সেতু দিয়ে চলাচল করছে সম্প্রসারিত কক্সবাজার রেল রুটের আন্তঃনগর ট্রেনগুলো। সেতুটি এখনও সংস্কার পর্যায়ে রয়েছে। এ সেতুুতে এমভি সমুদা-১’ নামের একটি লাইটারেজ জাহাজের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে জাহাজটি ভেসে গিয়ে সেতুতে ধাক্কা দেয়। এরপর জাহাজটি সেতুর সঙ্গে আটকে যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, ‘ঘটনাটি জানার পরপরই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কী ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হবে। পাশাপাশি জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এসআইটি/এএসএম