জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী এলাকায় একটি সিমেন্ট ভর্তি শ্যালো চালিত ভটভটির চাপায় মারুফ হোসেন (৯) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ল্যাংগর হাফেজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।নিহত মারুফ হোসেন সোনামুখী গ্রামের আল মাহমুদের ছেলে এবং সে স্থানীয় সোনামুখি লেংগড় মাদরাসার হাফেজ বিভাগের ছাত্র।আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিকেলে ল্যাংগর হাফেজিয়া মাদরাসা থেকে মারুফ হোসেন বাড়ি ফিরছিল। এসময় একটি সিমেন্ট ভর্তি শ্যালোচালিত ভটভটিটি পিছন দিক থেকে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাশেদুজ্জামান/এআরএ/এবিএস