বান্দরবানে কেএনএফের আরও এক সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে সশস্ত্র সংগঠনটির ২৪ নারীসহ মোট ৮২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৬ মে) দুপুরে বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নূরুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামি সাই খোয়াই বম (৭১) রুমা পাইন্দু ইউপির বাচাত্লং পাড়া এলাকার মৃত থাং ৎিলং বমের ছেলে।
আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় গ্রেফতার সাই খোয়াই বমকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাকে।
তিনি আরও বলেন, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় এপর্যন্ত সন্দেহ ভাজনকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এ পর্যন্ত গ্রেফতার ২৪ নারীসহ ৮২ জন সদস্যকে কারাগারে এবং এদের মধ্যে ৮১ জনকে বিভিন্ন সময় পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
নয়ন চক্রবর্তী/এনআইবি/এমএস