ক্যাম্পাস

বৃষ্টিতে মাতলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কয়েকদিন ধরেই বৈশাখের তীব্র রোদে উত্তপ্ত চারিদিক। তবে সোমবার (৬ মে) দুপুরেই হঠাৎ আকাশে দেখা মেলে কালোমেঘের ঘনঘটা। বিকেল হতেই শুরু হয় ঝুম বৃষ্টি। দীর্ঘ তাপপ্রবাহ শেষে এ বৃষ্টিতে সারাদেশের মতো স্বস্তি ফিরেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বৃষ্টি শুরু হতেই শিক্ষার্থীরা অনেকেই বৃষ্টিতে নেমে জলকেলি শুরু করেন। বৃষ্টিতে ভিজে ক্রিকেট ও ফুটবল মাঠে খেলতে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। আবার কেউবা বৃষ্টিতে ভিজছেন দলবেধে। ভ্যানে করে ঘুরছেন পুরো ক্যাম্পাস। দীর্ঘদিন পর বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, অনেক দিন থেকে বৃষ্টির অপেক্ষায় ছিলাম। অবশেষে বৃষ্টি নামলো। অনেকদিনের গরম আবহাওয়ার মাঝে ক্যাম্পাসের শীতল আবহাওয়া খুবই ভালো লাগছে। টানা গরমের পর যেন মনে হচ্ছে হাফ ছেড়ে বাঁচলাম।

জিয়া মোড়ের দোকানী রুহুল আমিন বলেন, সর্বশেষ রোজার মধ্যে বৃষ্টি হয়েছিল। এরপর আর বৃষ্টি হয়নি। গরমে সবাই অতিষ্ঠ হয়ে গেছি। বৃষ্টি আসার পর খুব ভালো লাগছে।

মুনজুরুল ইসলাম/এনআইবি/এমএস