দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ২৮,১১০ পিস মোটাতাজাকরণ ট্যাবলেট, ১৮ কেজি ভারতীয় গাঁজা, ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৯৭ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে দুই উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।বিজিবি জানায়, বুধবার সাড়ে ৪টার দিকে আখাউড়া উপজেলার আজমপুর সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি দল স্থানীয় কাশিনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল ও ২২ বোতল হুইস্কি উদ্ধার করেন।এছাড়া বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ি বিজিবির সদস্যরা স্থানীয় বিষ্ণুপুর সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২৮,১১০ পিস মোটাতাজাকরণ ট্যাবলেট এবং মঈনপুর সীমান্ত ফাঁড়ির অভিযানে ৭৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে।১২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিমূলে বিজিবি সদস্য সর্বদা সচেষ্ট রয়েছেন।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস