রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলছে। এতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
শনিবার (১১ মে) দিনগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। রাত সাড়ে ১২টার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
রাবি ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী হলে রাত ১১টার পর গেস্টরুমে বসা নিয়ে ছাত্রলীগের হল কমিটির সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে হল কমিটির সহ-সভাপতি আতিকুর রহমানের কথা কাটাকাটি হয়। আতিকুর রহমান রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী।
আরও পড়ুনরাবির মূল ফটকে বাস-অটোরিকশা সংঘর্ষ, রুয়েট শিক্ষার্থীসহ আহত ২ শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে রামেকে ভর্তি ৮৪দুজনের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দেশি অস্ত্রের মহড়াও দেখা গেছে। সাখাওয়াত হোসেন ও মনির হোসেন মাহিন/কেএসআর