বগুড়ার আদমদীঘিতে দোঁলনচাপা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দেড়ঘণ্টা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রোববার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সান্তাহার সুজিত রেলগেট অতিক্রম করার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিব জানান, ইঞ্জিন বিকল হওয়ার পর সান্তাহার স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন নিয়ে পঞ্চগড় অভিমুখে ছেড়ে যায়। এ ঘটনায় ট্রেনটি প্রায় দেড়ঘণ্টা বিলম্বে ফের চলাচল করে।
এরআগে শুক্রবার (১০ মে) দুপুর ২টা ১০মিনিটের দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম স্টেশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
আরএইচ/জিকেএস