সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে প্রিসাইডিংদের গোপন বৈঠকের নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক আমিনুর ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই বরখাস্ত আদেশ জারি করেন।
সোমবার (১৩ মে) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর ইসলাম বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
আরও পড়ুন
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ৬ মে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর ইসলামের বিরুদ্ধে জেলা নির্বাচন অফিসার বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় তিনি পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বিধি অনুযায়ী আমিনুর ইসলামকে গ্রেফতারের তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। অফিস আদেশের অনুলিপিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
প্রিসাইডিং অফিসারের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর গোপন বৈঠকের অভিযোগ৮ মে প্রথম ধাপের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ মে রাত ৯টার দিকে শিক্ষক আমিনুর ইসলাম কাদাই পার্ক নামক স্থানে প্রিসাইডিংদের সঙ্গে বিজয়ী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনের সঙ্গে গোপন বৈঠকের আয়োজন করে। এমন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ আড়াই ঘন্টা অভিযান চালায় জেলা প্রশাসন। পরে প্রিসাইডিং ও চেয়ারম্যান প্রার্থীকে না পেয়ে পার্কের ম্যানেজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। একই সঙ্গে পার্কে থাকা সিসিটিভি ফুটেজও জব্দ করে প্রশাসন। এরপর জিজ্ঞাসাবাদেও গোপন বৈঠকের সত্যতা মেলে।
এম এ মালেক/এনআইবি/এমএস