দেশজুড়ে

আলীকদমে ত্রিপুরা পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৪

বান্দরবানের আলীকদমে ত্রিপুরা পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন হারুন অর রশিদ (৩০), ছাদ্দাম হোসেন (২৬), ছৈয়দ আলম (৩০) এবং শাহাদাত হোসেন (২৪)। বুধবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নিহত তিন গরু ব্যবসায়ীর জানাজা শেষে বিক্ষুব্দ জনতা পানবাজারে ত্রিপুরা পল্লীতে অগ্নিসংযোগ করে। এতে মতিরাম ত্রিপুরার বসতঘর আগুনে পুড়ে যায়। তবে জনচন্দ্র ত্রিপুরা ও চিরমনি ত্রিপুরার ঘরে অগ্নিসংযোগ করা হলেও স্থানীয়দের সহায়তায় তা রক্ষা পায়।পরে একইদিন রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১’শ থেকে দেড়শ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে বুধবার সকালে উপজেলার পানবাজার এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়।আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপেলু রাজু নাহা জানান, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠায়।সৈকত দাশ/বিএ