দেশজুড়ে

পাঁচবিবিতে নির্বাচনী সহিংসতায় আহত ১৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যকার সংর্ঘষে কমপক্ষে ১৪ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে পুলিশ।বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় একই ইউনিয়নের ধুরইল গ্রামের আব্দুল কুদ্দুস, টিপু সুলতান ও ফকরুদ্দিনসহ ১৪ জন আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২৩ এপ্রিল আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে কুসুম্বা বোর্ড ঘর এলাকায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের পক্ষে মাইকিং, মিছিলসহ প্রচার-প্রচারণা চলছিল। এরই এক পর্যায়ে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন কর্মী-সমর্থক আহত হন। আহতদের পাঁচবিবি-মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর ৩ জনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনার জন্য আওয়ামী লীগ প্রার্থী জিহাদ মন্ডল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার হোসেন একে অপরকে দোষারোপ করেছেন।পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে।রাশেদুজ্জামান/এফএ/আরআইপি