দেশজুড়ে

ধান কাটা নিয়ে দ্বন্দ্ব, শ্যালককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে ধান কাটা নিয়ে দ্বন্দ্বে শ্যালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকালে উপজেলার খোর্দ্দবন গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতের নাম ইউনুস আলী (৬০)। তিনি ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে। অপরদিকে অভিযুক্ত মো. মোক্তার হোসেন তার ভগ্নীপতি।

আহতরা হলেন, ইউনুস আলীর ছেলে রাসেল হোসেন ( ২৮) ও হোসেন আলী (২২), রকিবুল ইসলাম (৪০), চাঁদ আলী (৪৫) এবং অরুণ আলী (৪২)। তারা কুমারখালী ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে প্রেমের সম্পর্কে মোক্তার হোসেনের মেয়েকে বিয়ে করেন ইউনুসের ছেলে মো. হোসেন আলী (২২)। বিয়ের পর বনিবনা না হওয়া পারিবারিক ভাবে তাদের ডিভোর্স হয়। চুক্তি অনুযায়ী ছেলের বাবা টাকা পরিশোধ করেননি। এনিয়ে দুপক্ষের বিরোধ চলছিল।

Advertisement

এছাড়াও খোর্দ্দবন মাঠে ইউনুসের একটি সেচ প্রোজেক্ট রয়েছে। মোক্তারের ধানক্ষেতে পানি সেচ বাবদ টাকা পান। এ টাকা বাবদ টাকা চাইলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। সকালে ইউনুস আলী লোকজন নিয়ে ধান কাটা শুরু করেন। এ সময় মোক্তার দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এতে ইউনুসসহ বেশ কয়েকজন আহত হন। পরে ইউনুস মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আল-মামুন সাগর/জেআইএম

Advertisement