দেশজুড়ে

বড় ভাইয়ের ভোট দিতে এসে আটক ছোট ভাই

সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। মঙ্গলবার (২১ মে) দুপুর দেড়টার দিকে কোম্পানীগঞ্জ থানার সদর মডেল উচ্চ বিদ্যালয় থেকে তাকে আটক করে পুলিশ।

আটক যুবক জামিল হোসেন উপজেলার বুড়দেও সমশের নগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি তার বড় ভাই কামরান হোসেনের ভোট দিতে এসেছিলেন।

ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক আব্দুল মন্নান জানান, দুপুর দেড়টার দিকে বড় ভাই কামরান হোসেনের ভোট দিতে আসেন জামিল হোসেন। এ সময় পোলিং এজেন্টরা প্রিসাইডিং অফিসারকে বিষয়টি অবহিত করলে তাকে আটক করা হয়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হয়।

কোম্পানীগঞ্জ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. নাবিদ হাসনাইন বলেন, আটক কামরান প্রথমে তার নিজের ভোট প্রদান করেন। পরে তার বড় ভাই কামরান হোসেনের ভোট দিতে আসলে তাকে আটক করা হয়। আটকের পর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

আহমেদ জামিল/এফএ/এমএস