দেশজুড়ে

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর ভোটবর্জন

নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাচনে সব কেন্দ্রে জালভোট, এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ভোটবর্জন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজাদ খান।

মঙ্গলবার (২১ মে) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফিং করে ভোটবর্জনের বিষয়টি নিশ্চিত করেন আজাদ খান। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনকেও জানিয়েছেন।

আজাদ খান অভিযোগ করে বলেন, সকাল থেকে বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দোয়াত কলম প্রতীকে সিল মারা অবস্থায় একটি পুরো বই ব্যালট পেপার দেখতে পেয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবগত করা হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

একই দৃশ্য দেখা যায় সপ্তগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্র, পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া উপজেলার বেশির ভাগ কেন্দ্রে এভাবে দোয়াত কলমের প্রার্থীর পক্ষে জাল ভোটের উৎসব চলছে। এমতাবস্থায় তিনি প্রহসনের ভোট আখ্যা দিয়ে তা বর্জন করে পুনরায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জাগো নিউজকে বলেন, চেয়ারম্যান প্রার্থী জেড় এম আজাদ খান মৌখিকভাবে বর্জনের বিষয়টি জানিয়েছেন। তবে তিনি কোনো লিখিত অভিযোগ দেননি।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চাটখিল উপজেলায় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীমের সমর্থিত জাহাঙ্গীর কবির (দোয়াত কলম) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম