রাজনীতি

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে আলতাফ হোসেন চৌধুরীর বৈঠক

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

Advertisement

শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় ঢাকার ইরানি দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ঢাকায় ইরানের দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করেন আলতাফ হোসেন চৌধুরী।

গত রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সহযাত্রীরা। পথে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি।

Advertisement

আরও পড়ুন

ইব্রাহিম রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানি প্রেসিডেন্টের মরদেহ উদ্ধার

সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। এ দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে-হাশেম, প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি, হেলিকপ্টারের পাইলট ও কো-পাইলটও প্রাণ হারিয়েছেন।

কেএইচ/বিএ

Advertisement