আন্তর্জাতিক

আইফেল টাওয়ারে প্রবেশের খরচ বাড়ছে

আইফেল টাওয়ারে প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের প্রবেশমূল্য ২০ শতাংশ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে প্যারিস সিটি হল। আগামী মাস থেকেই কার্যকর হবে টিকিটের নতুন দাম। আইফেল টাওয়ারের জরুরি সংস্কার কাজে অর্থায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বর্তমানে লিফটের মাধ্যমে আইফেল টাওয়ারের শীর্ষে উঠতে দর্শনার্থীদের ২৯ দশমিক ৪০ ইউরো (৩ হাজার ৭৩৬ টাকা প্রায়) খরচ হয়। কিন্তু আগামী ১৭ জুন থেকে সেটি বেড়ে ৩৫ দশমিক ৩০ ইউরো (৪৩ হাজার ৪৮৬ টাকা প্রায়) হয়ে যাবে।

আরও পড়ুন>>

আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি, সরানো হলো পর্যটকদের ৯ মাস পর ফের চালু আইফেল টাওয়ার আরও ৬ মিটার উচ্চতা বাড়লো আইফেল টাওয়ারের

এছাড়া, প্যারিস সিটি কাউন্সিল আইফেল টাওয়ারের অপারেটর এসইটিই’র জন্য একটি পুনঃপুঁজিকরণ পরিকল্পনায় সমর্থন দিয়েছে এবং বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলোর একটি পরিচালনার জন্য অপারেটরের কাছ থেকে যে বার্ষিক ফি নেয়, তা কমিয়েছে।

করোনাভাইরাস মহামারি চলাকালীন দর্শনার্থীর সংখ্যায় ধস এবং ক্রমবর্ধমান সংস্কার খরচ আইফেল টাওয়ারের পরিচালনা কর্তৃপক্ষকে আর্থিক সংকটে ফেলে দিয়েছে। অপর্যাপ্ত বিনিয়োগের প্রতিবাদে এ বছরের শুরুতে ধর্মঘটে গিয়েছিলেন স্থাপনাটির কর্মীরা।

২০২০ ও ২০২১ সালে করোনাকালীন সময় প্রায় ১২ কোটি ইউরোর ঘাটতিতে পড়েছিল আইফেল টাওয়ার কর্তৃপক্ষ।

আরও পড়ুন>>

আইফেল টাওয়ার ২ বার বিক্রি করেন যে প্রতারক আইফেল টাওয়ারে মাঝরাতে হেঁটে বেড়ায় কার আত্মা?

শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, জনপ্রিয় পর্যটনকেন্দ্রটিতে রং করাসহ রক্ষণাবেক্ষণের বিশাল কাজে এর আগে বরাদ্দ ছয় কোটি ইউরো অপর্যাপ্ত ছিল।

১৮৮৯ সালে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্থপতি গুস্তাভ আইফেলের এই মাস্টারপিস স্থাপনাটি। এরপর থেকে এটি ১৯ বার রং করা হয়েছে।

আইফেল সেই সময়ে সুপারিশ করেছিলেন, অনিবার্য মরিচা এড়াতে প্রতি সাত বছর পরপর এটিতে রং করা উচিত।

কিন্তু ৩০০ মিটার (৯৮৫ ফুট) উঁচু লোহার কাঠামোটিতে (অ্যান্টেনাসহ ৩৩০ মিটার) ২০১০ সালের পর আর পূর্ণাঙ্গ রঙের কাজ হয়নি।

করোনাজনিত বিধিনিষেধের কারণে ২০২০ সালে আইফেল টাওয়ারে দর্শনার্থী সংখ্যা মাত্র ১৫ লাখে নেমে এসেছিল। কিন্তু গত বছর তা বেড়ে প্রায় ৬০ লাখে পৌঁছেছে, যা করোনাপূর্ব সময়ের কাছাকাছি।

সূত্র: এএফপিকেএএ/