দেশজুড়ে

ঝিনাইদহে দিনমজুরের লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় শামিন মন্ডল নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শৈলকুপার চাঁদপুর গ্রামে নিজ বাড়ির পাশে পানবরজ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তদন্তের পর সব জানা যাবে বলে জানান তিনি। এদিকে, নিহত পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে শামিন মন্ডলকে গলায় ফাঁস লাগিয়ে তার ভাই মোমিন, সাইফুলসহ কয়েকজন হত্যা করেছে।ঘটনার পর থেকে নিহতের ভাই মোমিন ও সাইফুল পলাতক রয়েছে।নাসিম আনসারী/আরএস/পিআর