বৃষ্টি এলে
বৃষ্টি এলে বিষণ্ন মেঘেরা ঝরে পড়েবাতাসে বাতাসে তাপ-অনুতাপ হিম হয়মনের দেরাজ খুলে কারা যেনচিঁড়ে ফেলা কিছু অনুভূতি হাতে নেয় সেলাই করতে থাকেফেলে আসা সময়কে, বেদনাকে
কারা যেন বেদনার ভেতর ঘুমিয়ে থাকাতোমার ছায়াকে ডেকে আনেতোমার মায়াকে বুনে বৃষ্টিভেজা শূন্য মাঠেহৃদয়ে আমার; নাচঘরে টুপটাপ তুমি
বৃষ্টি এলে কারা যেন চিঠি লেখেবৃষ্টির ফোঁটায় ফোঁটায়, নদীর কাছেসমুদ্রের কাছে, ডাকবাক্স হেঁটে যায়...কোনোদিন জবাব পায়নি
যদিও বরাবরে লিখেছিল, তুমিতবে কি সুখেই আছ?প্রিয়তমা আমার মৌসুমি!
****
এবার যখন বৃষ্টি হবে
এবার যখন বৃষ্টি হবেসমস্ত স্বপ্ন ভাসিয়ে দেবো
এবার সাতাওয়েঘরছাড়া বৃষ্টির জলেরাসমুদ্রের স্নানে গেলেআকাশটা উপুড় করবোমেঘহীন, বৃষ্টিশূন্য হলেসাথে নিয়ে চলে যাবোঘরছাড়া ঘরহীন পাখি হবো
কিছুক্ষণ নিজেকে খুঁজবো তারপরগোপন মৃত্যুকে পান করেপেয়ালাটা রেখে যাবো
কখনো পেছনে তাকাবো না
আধোখাওয়া মনটারসমস্ত পাপড়ি পথে পথেছিটিয়ে ছিটিয়ে চলে যাবো
একা একা, একা পথেমানুষের পোশাকটারেখে যাবো
এবার যখন বৃষ্টি হবেচলে যাবো...
এসইউ/জিকেএস