দেশজুড়ে

জুতার বাক্স থেকে ২০টি ককটেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুতার বাক্স থেকে ২০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি জুতার বাক্স দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাক্স দুইটি থেকে ২০টি ককটেল উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস