দেশজুড়ে

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি মৃত হরিণ ভেসে এসেছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় জিরো পয়েন্টের পশ্চিম পাশের ব্লক পয়েন্ট থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে অ্যানিমেল লাভার্সের সদস্যদের খবর দিলে বনবিভাগের সহায়তায় তারা হরিণটি মাটিচাপা দেওয়া হয়।

অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিমের সদস্য কেএম বাচ্চু জানান, সন্ধ্যায় খবর পাই বিচে একটি মৃত হরিণ ভেসে এসেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মৃত হরিণটি উদ্ধার করি। এটি একটি চিত্রা হরিণ। ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবন প্লাবিত হওয়ায় এটা মারা গেছে। হরিণটা মূলত পানিতে বেশিক্ষণ টিকে থাকতে না পেরে মারা গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জন্য নানা ধরনের ব্যবস্থা থাকলেও আসলে এসব মালিকানাহীন বা বন্যপ্রাণীদের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই। এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি ইতোমধ্যে নাকি সুন্দরবন থেকে মৃত ভেসে আসা ৩৯টি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। আমরা এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও জানান, বিষয়টি মহিপুর বন বিভাগকে জানানোর চেষ্টা করছি। বনবিভাগ, অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় আমরা এটাকে মাটিচাপা দিয়েছি।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস