চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টুটুল খান (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালকসহ এক আরোহী।
সোমবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার কিরণগাছি গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টুটুল সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের খোকন মন্ডলের ছেলে। আহতরা হলেন, একই উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের তুফান মন্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের আহাদ আলীর ছেলে মিলন হোসেন (২৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক মোটরসাইকেলে টুটুল ও তার চাচাতো ভাই মিলন হোসেন যাচ্ছিলেন। এসময় কিরণগাছি গ্রামের মোড়ে পৌঁছালে সামনে থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক টুটুলকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর টুটুলকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালকসহ আরেক আরোহী। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হতে পারে।হুসাইন মালিক/কেএসআর