বলিউডের জনপ্রিয় নায়ক অর্জুন রামপাল। বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। তাইতো তিনি একবার ঢাকায় এসেছিলেন বলিউডপ্রেমীদের টানে। আবারও তিনি ঢাকায় আসছেন বলে জানা গেছে।
অর্জুন রামপাল ১৪ বছর আবারও বাংলাদেশে আসছেন- এ খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে বলিউডের এ তারকা ঢাকায় আসবেন।
অর্জুন রামপাল আগামী ৭ জুন ঢাকার মাটিতে পা রাখবেন। শো স্টপার হিসেবে থাকবেন তিনি।
আরও পড়ুন:বদলে যাওয়া অর্জুন রামপালের ছবি ভাইরাল৫০ বছর বয়সে বান্ধবীর সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল১৪ বছর আগে অর্থাৎ, ২০১০ সালে যখন তিনি ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসেছিলেন। সেসময়ে তার সঙ্গী হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান ও নায়িকা রানী মুখার্জি।
এমআই/এমএমএফ/জেআইএম