সিরাজগঞ্জর বেলকুচি উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি দলীয় প্রার্থী আব্দুল খালেক তোতা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।এর আগে তিনি উপজেলা নির্বাচনী কর্মকর্তার কাছে লিখিতভাবে ভোট বর্জনের আবেদন জানান। লিখিত অভিযোগে তিনি বলেন, ভোট চলাকালে দৌলতপুর ইউনিয়নের সকল কেন্দ্রে নৌকা মার্কার প্রতীকে জোরপূর্বক কেন্দ্র দখল করে সিল মেরে বাক্স ভরাট করেছে। যে কারণে তিনি বাধ্য হয়ে ভোট বর্জন করেছেন। বাদল ভৌমিক/এসএস/এবিএস