বিষাদের চিঠি
আপনি কিছু বলবেন বলে থেমে গেলেনজানতে চাইলে কিছু না অজুহাত দিলেনআমি কথা শোনার অপেক্ষায় রইলামগভীর দুঃখ ছোয়ার অনুভূতি পেলাম
আচ্ছা, কী বলবেন আপনি?অপেক্ষা বিষাদের হলেওএর মাঝে আনন্দ আছেকিছু পাওয়ার আনন্দ!
সে জন্য আপনাকে লেখা বিষাদের চিঠিকোনো কথার উত্তর না পেলে মন কাঁদে ঠিকইআপনিও কি ঠিক এভাবেই ভাবেননাকি ভাবনার জগতে একাই ডোবেন?
আচ্ছা, আমার সাথে ডুববেন একদিনখানিক দুঃখ না হয় আমিও নিলাম ঋণদুঃখ ধার নেওয়ার মাঝে আনন্দ আছেনিজের দুঃখ ভোলার আনন্দ!
****
বিষণ্ণতার দিন
এখন তো তোর নতুন শুরু গুছিয়ে নিলি বেশসঙ্গে নিলি নতুন মানুষ নতুন কোনো দেশকেমন কাটে সে শহরে একলা একাইচ্ছে হলেই বৃষ্টি সেথায় যায় কি দেখা?
এখন কি সকালগুলো রোদের আলোয় ফোটেমন খারাপের দিনে কি তোর শিউলি-বেলি জোটেকেমন কাটে অমন সকাল একলা একাখোলা পায়ে আজও নূপুর যায় কি রাখা?
এখন কেমন রাত্রি কাটাস ঠান্ডা হাওয়ায় বলকেউ কি বলে, মাঝ রাত্তিরে হাঁটবি সাথে চলকেমন কাটে একেকটা রাত একলা একা আঁচল দিয়ে চোখ ভেজা জল যায় কি ঢাকা?
এখন কাকে নালিশ করিস একলা কফি হাতেতোমায় দিলাম একশ আড়ি যদি না পাই সাথেকেমন কাটে নীরব সময় একলা একা বিষণ্নতার দিনগুলোকে যায় কি রোখা?
****
ভালো লাগে
কোন এক ঝুম বৃষ্টিতেভিজে চুর হয়ে বলেছিলেনবৃষ্টি আপনার খুব ভালো লাগেআপনার বৃষ্টি দেখাই আমার ভালো লাগে!
সেদিন খালি পায়েঘাসের ওপর হেঁটেছিলেনবৃষ্টিতে ভিজতে আপনার খুব ভালো লাগেআপনার বৃষ্টি ভেজা স্নান আমার ভালো লাগে!
সেদিন খোলা চুলেউন্মাদের মতো হেসেছিলেনঅমন শব্দ করে আপনার হাসতে ভালো লাগেআপনার সে হাসি দেখতে আমার ভালো লাগে!
সেদিন ভেজা ঠোঁটেআমাকে চুমু খেয়েছিলেনভেজা ঠোঁটে চুমু খেতে আপনার ভালো লাগেআপনার উষ্ণ চুমু নিতে আমার ভালো লাগে!
****
নিখোঁজ
এই যে আমি রোজ, নিলাম তোমার খোঁজতবুও তুমি ঠিক, হারালে সব দিকহয়েছো নিখোঁজ!
এই যে নিঠুর খেলা, দারুণ অবহেলা সুখের ছোঁয়া পেতে, অবাধ্যতায় মেতেহয়েছো নিখোঁজ!
এই যে বুকে ঘৃণা, যা ছিল না জানাসুকৌশলে দিলে, ভালোবাসার ছলেহয়েছো নিখোঁজ!
এই যে আমি একা, যায়নি তোমায় রোখাঅশ্রু টলমল, পুষছি বুকে জলহয়েছো নিখোঁজ!
এসইউ/জিকেএস