দেশজুড়ে

ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন

জেলার হরিণাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই সবের আলী (৭০) নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ ভাই আব্দুস সাত্তার ও তার স্ত্রী জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ।হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব হোসেন জানান, বেশ কয়েকদিন যাবত ফজের আলী ও আব্দুস সাত্তারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এরই জের ধরে শনিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাই আব্দুস সাত্তার লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।আহমেদ নাসিম আনসারী/এমএএস/আরআইপি