জাতীয়

গুলশানে পুলিশ সদস্য নিহত: ঘটনাস্থলে সোয়াত টিম

রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রধারী পুলিশ সদস্যকে নিরস্ত্র কর‍তে ও নিরাপত্তা জোরদারে বিশেষ ইউনিট সোয়াত টিম ঘটনাস্থলে কাজ করছে।

শনিবার (৮ জুন) দিনগত রাত সোয়া ১টার দিকে জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম।

তিনি বলেন, অস্ত্রধারী পুলিশ সদস্যকে নিরস্ত্র কর‍তে ও নিরাপত্তা জোরদারে বিশেষ ইউনিট সোয়াত টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

আরও পড়ুন

গুলশানে পুলিশের গুলিতে নিহত পুলিশ সদস্য

এর আগে রাত ১২টার দিকে গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশের এক কনস্টেবল নিহত হন।

নিহত কনস্টেবলের নাম মো. মনিরুল। তাকে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‌‘সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এ ঘটনায় পথচারী আহত হয়েছে বলে শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি করা পুলিশ সদস্য মানসিক বিকারগ্রস্ত।’

ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

টিটি/এসআর