যশোরে যুবলীগকর্মী মোহাম্মদ আলী হোসেন হত্যা মামলার অন্যতম আসামি নবাব হোসেনের শ্বশুরবাড়ির পাশ থেকে ৩০ রাউন্ড গুলিসহ একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে শ্বশুর আবু সফিয়ানের বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র-গুলিগুলো উদ্ধার করে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরতলী কিসমত নওয়াপাড়ার উত্তরপাড়া এলাকার বিশ্বনাথ গাইনের বাড়ি থেকে একটা কাটা রাইফেল, ৩০ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।
মিলন রহমান/এসআর