সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দূর্গাপুর গ্রামের লোকজনদের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দূর্গাপুর গ্রামে নির্বাচন পরবর্তী কয়েক দফা সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে দূর্গাপুর গ্রামের মোল্লাবাড়ি ও সর্দার বাড়ির লোকজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান-পাটে হামলা চালিয়ে ভাঙচুর ও আগ্নিসংযোগ করা হয়।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস