দেশজুড়ে

হাওরে নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে ধানবোঝাই নৌকা ডুবে নিখোঁজের দুই দিন পর মো. রিপন মিয়া (৩২) নামে এক ধান কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রিপনের বাড়ি জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামে।সোমবার দুপুরে দুর্ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। এর আগে শনিবার রাতে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ইটনা উপজেলার হাওর থেকে ধানবোঝাই একটি নৌকা নিয়ে সুতাপাড়া এলাকায় ফিরছিলেন ৩০/৩৫ শ্রমিক। পথিমধ্যে সুতারপাড়া গ্রামের সামনে ধনু নদীর ত্রি-মোহনায় পৌঁছার পর প্রবল স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। এসময় অন্য শ্রমিকরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রিপন মিয়া।করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধনু নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।নূর মোহাম্মদ/এআরএ/পিআর