দেশজুড়ে

আখাউড়ায় দুই সন্তানকে হত্যার চেষ্টা বাবার

পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সন্তানকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করেছেন এক বাবা। সোমবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ ওই দুই শিশু জুয়েল (৮) ও রাসেলকে (৪) জেলা সদর হাসপতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় বাবা সফর আলীকে আটক করেছে পুলিশ।মা লাকী বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী সফর আলী স্থানীয় কর্নেল বাজারে পান সুপারীর ব্যবসা করেন। রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এরই জের ধরে সোমবার সকালে লাকী ধানের মিলে কাজ করতে বের হলে দুপুরে সফর আলী কোমল পানীয়র সঙ্গে কীটনাশক ওষুধ মিশিয়ে তার দুই ছেলেকে হত্যার চেষ্টা করে। এসময় জুয়েল (৮) ও রাসেল (৬) অজ্ঞান হয়ে পড়ে। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর সফর আলীকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি