দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, নিহত ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন।এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- সদর মডেল থানা পুলিশের কনস্টেবল রুবেল হোসেন (২৩), জুনায়েদ আলম (২৫), মো. আলী হোসেন (৩৮) ও সোহেল রানা (২৬)। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে একদল সশস্ত্র ডাকাত কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় নিজেদের আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত ওই ডাকাত মারা যান। তবে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সদর মডেল থানা পুলিশের চার সদস্য আহত হয়েছেন।আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর