চলতি বছরের জুনে জার্মানির মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়েও বেশি কমেছে। ধারাবাহিকভাবে দুই মাস বৃদ্ধির পর কমতে শুরু করেছে দেশটির মূল্যস্ফীতি।
সোমবার (১ জুলাই) জার্মানির পরিসংখ্যান বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনে মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
আরও পড়ুন>
৬ বছর আগেই নবায়নযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা পূরণ করছে চীন জাপানের আইকন মাউন্ট ফুজি আরোহনে নতুন নিয়মএর আগে মে মাসে জার্মানির মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৮ শতাংশ। এরপর রয়টার্সের এক পূর্বাভাসে বলা হয়েছিল জুনে মূল্যস্ফীতি হতে পারে ২ দশমিক ৬ শতাংশ।
মার্চে ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৩ শতাংশ হয়েছিল। যা ছিল ২০২১ সালের পর সর্বনিম্ন।
তাছাড়া জুনে জার্মানির কোর মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৯ শতাংশে, যা মে মাসের ৩ শতাংশ থেকে কম।
ইউরোজোনের মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশের আগে জার্মানি তাদের এই তথ্য প্রকাশ করলো। ফলে এদিন অর্থনীতিবিদদের নজর ছিল এ বিষয়ের ওপর।
রয়টার্সের পূর্বাভাস অনুয়ায়ী, ইউরোজনের মূল্যস্ফীতি কমে দাঁড়াতে পারে ২ দশমিক ৫ শতাংশে, যা আগের মাসের ২ দশমিক ৬ শতাংশের তুলনায় কম।
সূত্র: রয়টার্স
এমএসএম