দেশজুড়ে

ব্যক্তির দায় বাহিনী নেবে না: বেনজীর ইস্যুতে আইজিপি

কোনো ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের বিষয়ে জানতে চাওয়া হলে এ কথা জানান তিনি।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।

তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় নেবে না। যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুন:আইজিপি পদে ফের মামুন নাকি নতুন মুখ?কী করবে বেনজীর পরিবার, যা বলছে আইন

শুদ্ধি অভিযান প্রসঙ্গে আইজিপি আরও বলেন, অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী তার গৌরবের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। যে কোনো অপরাধের খবর যখনই আমাদের কাছে আসে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে থাকি।

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বাহিনী কুকি চিন প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, পার্বত্য চট্টগ্রামে আর্মিসহ সবাই মিলে অপারেশনে নিয়োজিত আছে। আমার জানামতে, সেখানে এখন কোনো ভীতিকর পরিস্থিতি নেই। শান্ত আছে, পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/জেআইএম