জাতীয়

সাংসদদের সুপ্রিম কোর্টে প্রাকটিস বন্ধে রিট

সুপ্রিম কোর্টের আইনজীবীরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যেন প্রাকটিস করতে না পারেন তার নির্দেশনা চেয়ে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুচ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট থানায় এই রিট পিটিশন দাখিল করেন।ইউনুচ আলী আকন্দ জানান, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে কাল সোমবার এ রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।তিনি আরও বলেন, সংবিধানের ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যপদ একটি লাভজনক পদ। বাংলাদেশ বার কাউন্সিল রুল ৮ এ আইনজীবীদের প্রাকটিস বিষয়ে বিভিন্ন শর্ত উল্লেখ রয়েছে। সে অনুযায়ী কোন আইনজীবী সংসদ সদস্য নির্বাচিত হবার পর আদালতে প্রাকটিস করতে পারবেন না।তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী অনুযায়ী বিচারপতিদের অপসারণের ক্ষমতা এমন সংসদের হাতে। তাই সংসদ সদস্যরা সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করার ক্ষেত্রে সংসদ সদস্যদের ক্ষমতা দ্বারা প্রভাবিত হওয়ার আশংকা থাকে।রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিম কোর্টের রেজিস্টারকে রেসপডেন্ট (প্রতিপক্ষ) করা হয়েছে। -বাসস