যৌতুক ও বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টি করে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। রোববার রাজধানীর আগারগাঁওয়ে এলজিডি অডিটরিয়ামে সেভ দ্য চিল্ড্রেন এবং ওয়ালর্ড ভিশন-এর উদ্যোগে দ্বাদশ শিশু পার্লামেন্ট অধিবেশন-২০১৪ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।তিনি বলেন, অশিক্ষা, আর্থিক অসচ্ছলতা ও ইভটিজিং বাল্যবিবাহের জন্য অনেকাংশে দায়ী। নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজ থেকে বাল্যবিবাহের মতো ব্যাধি দূর করতে হবে।শিশু সদস্যদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, জাতীয় নেতৃবৃন্দের তুলনায় শিশু সদস্যদের আজকের অধিবেশনে বক্তৃতার ক্ষুরধার কোন অংশে কম নয়। বাল্যবিবাহ রোধ ও শিশু সুরক্ষার বিষয়ে শিশুরা যে বক্তব্য রেখেছে তা বাংলাদেশের শিশু নেতৃত্ব বিকাশে মাইলফলক হয়ে থাকবে।তিনি বলেন, সোনার বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের মত সোনার ছেলে বাংলাদেশ প্রত্যাশা করে। সরকারও চায় তোমাদের মেধা ও মননের বিকাশের সাথে সাথে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল দিক দিয়ে এগিয়ে যাক।ডেপুটি স্পিকার আরও বলেন, শিশুদেরকে সঠিকভাবে গড়ে তোলা না গেলে সুখী সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দেয়া সম্ভব হবে না। প্রত্যন্ত অঞ্চলে ও বস্তিতে যৌতুক ব্যাধি ও বাল্যবিবাহ রোধ করতে স্থানীয় প্রতিনিধি ও সিটি কর্পোরশনের কর্মকর্তা-কর্মচারিদের কার্যকারী পদক্ষেপ গ্রহনের জন্য তিনি আহবান জানান।এ ক্ষেত্রে তিনি মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের আহবান জানান। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি সংস্থা ও বিভিন্ন সংগঠনের অনেক গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।