বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। এর আগে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনটি।রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার নেতৃত্বে মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় উপস্থিত ছিলেন, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি, রাশেদুল ইসলাম রাঞ্জু, সরকার ফারহানা আক্তার, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহামেদ রুনু ও উৎপল কুমার বাবু।