খেলাধুলা

পেলের রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বয়স মাত্র ১৬ বছর। এই বয়সে যার স্কুল-কলেজে থাকার কথা, সে এখন মাতাচ্ছেন ইউরো ফুটবল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। স্পেনের লামিন ইয়ামাল যেন স্বর্গীয় সময় পার করছেন জাতীয় দলের হয়ে।

আজ ইউরো ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়লেন ইয়ামাল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে নেমে ৮মিনিটে পিছিয়ে পড়েছিল স্পেন। এরপর ২১ মিনিটে ইয়ামালের চোখ ধাঁধানো গোলে সমতায় ফেরে স্পেন। আলভারো মোরাতার অ্যাসিস্ট থেকে বাঁপায়ের দারুণ শটে ফরাসিদের জালে কম্পন ধরিয়ে দেন ১৬ বছর বয়সী এই কিশোর। এতে ১-১ গোলে দলকে সমতায় ফেরানের সঙ্গে রেকর্ডটিও করে ফেলেন ইয়ামাল।

এই গোলের মাধ্যমে ইয়ামাল একটা রেকর্ডও ভেঙে দেন। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ডটা নিজের করে নিলেন ইয়ামাল।

১৬ বছর ৩৬২ দিন বয়সে ইয়ামাল গোল করলেন। এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে বিশ্বকাপে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করেছিলেন।

আরআর/এমএইচ/