দেশজুড়ে

চুরির অপরাধে শিশুর গলায় শিকল

আরসি কোলা চুরি করে খাওয়ার অপরাধে মো. নয়ন মাঝি (৮) নামে এক শিশুকে গলায় শিকল দিয়ে বেঁধে আটকে রাখার অভিযোগ উঠেছে। গত রোববার এ অভিযোগ উঠেছে। নয়ন বর্তমানে অসুস্থ। স্থানীয় চিকিৎসক দিয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। চর কোয়ারপুর গ্রামবাসী নয়নের সম্পর্কে জানান, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের চর কোয়ারপুরের এক দোকান থেকে ৩টি আরসি কোলা চুরি করে খাওয়ার অপরাধে মো. নয়ন মাঝি নামে এক শিশুকে গলায় শিকল দিয়ে বেঁধে আটকে রেখেছে তার বাবা। নয়ন জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে অবস্থিত রাজনগর তালতলা আলিয়া মাদরাসার ছাত্র। গত ২৪ এপ্রিল মাদরাসা থেকে পালিয়ে চলে আসে নিজ গ্রামে অবস্থিত ডোমসার বাজারে। ডোমসার বাজারের একটি মুদি দোকান থেকে ৩টি আরসি কোলা চুরি করে খায়। পরে ব্যাপারটি জানাজানি হলে তার বাবা শাস্তিস্বরূপ তাকে ধরে রোদের ভেতর বাঁশের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে। এ ব্যাপারে নয়নের বাবা মো. মজিবর মাঝি বলেন, ৪ হাজার টাকা খরচ করে ছেলেকে রাজনগর তালতলা আলিয়া মাদরাসায় ভর্তি করি। কিন্তু সে মাদরাসা থেকে পালিয়ে এলাকায় এটা সেটা চুরি করে বেড়ায়। কোনো গাছের ফল কেউ রাখতে পারে না। ডোমসার বাজারের এক মুদি দোকান থেকে ৩টি আরসি কোলা চুরি করে খেয়েছে। শুনে আমার খুব খারাপ লেগেছে। তাই তার শাস্তিস্বরূপ তাকে রোদে গলায় শিকল দিয়ে বেঁধে রেখেছি।ছগির হোসেন/এসএস/পিআর