ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধন চলাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ সাংস্কৃতিক নেতৃবন্দ বক্তৃতা করেন।এসময় বক্তারা বলেন, উদ্বোধনের ১১ বছর পরও ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। অবিলম্বে এ শিশু হাসপাতালটি চালুর দাবি জানান নেতৃবৃন্দ।আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস