সরকারি চাকরিতে কোটা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ শেষ হলেও থমথমে রয়েছে পুরো ক্যাম্পাস৷ বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল দখলে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা৷ অমর একুশে হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা৷
আরও পড়ুন
দেশের সব বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিক্ষোভের ঘোষণা ছাত্রলীগও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেসোমবার (১৫ জুলাই) দিনগত রাত ২টার দিকে সরেজমিনে অমর একুশে হলের সামনে গিয়ে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীরা হলের সামনে ও ভেতরে অবস্থান করছেন৷ হলের সামনের সড়কে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷ মোটরসাইকেল নিয়ে যারা প্রবেশ করছেন তাদের মোবাইল খুঁজে ছাত্রলীগের সংশ্লিষ্টতা পেলে মারধর করা হচ্ছে এবং তাদের মোটরসাইকেল ভেঙে দেওয়া হচ্ছে৷
এছাড়া শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হলের ভেতরে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন৷ সেখানেও ছাত্রলীগ নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না৷
আরও পড়ুন
কুবিতে ছাত্রনেতাকে মারধরে বিভক্ত ছাত্রলীগ, নেত্রীর পদত্যাগ ভোর ৪টায় টিএসসি ছাড়লো ছাত্রলীগ মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা টেঁটাবিদ্ধ হামলার দায় ছাত্রলীগকেই নিতে হবে: সারজিস হামলার দায় ছাত্রলীগকেই নিতে হবেএদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যরাতেও অবস্থান নিতে দেখা গেছে।
এনএস/এমকেআর