জাতীয়

শাহবাগ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, ছাত্রলীগের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে অবস্থান করছেন।

তবে বিশ্ববিদ্যালয় প্রদেশে কোনো বাধা দেওয়া হচ্ছে না। সাধারণ শিক্ষার্থীরা চলাচল করতে পারছেন। পরিস্থিতি বেশ থমথমে।

এদিকে শাহবাগ মোড়ে যানবাহন চলছে। বাধা দেওয়া হচ্ছে না। তবে অন্যান্য এলাকার রাস্তা বন্ধ থাকায় গাড়ি নেই।

আরও পড়ুন

আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটলো পুলিশ-ছাত্রলীগ শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, ঢাবি ক্যাম্পাসজুড়ে উত্তেজনা কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল

এনএইচ/বিএ/জেআইএম