ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন কয়েকশ শিক্ষার্থী। এর ১০ গজ দূরে অবস্থান করছেন পুলিশের কয়েকশ সদস্য।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে ভিসির বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘ভুয়া ভুয়া পুলিশ ভুয়া’, ‘দিয়েছিতো রক্ত আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জবাব চাই জবাব চাই প্রশাসন জবাব চাই’, ‘দালাল দলাল প্রশাসন দালাল’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’।
জগন্নাথ হল ও শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
টিটি/কেএসআর/জেআইএম